কম্পিউটার প্রোগ্রামিংয়ে ত্রুটির কারণে ১ থেকে ৬ মের মধ্যে বিশ্বব্যাপী প্রকাশিত ডিভি-২০১২ কর্মসূচির নির্বাচনী প্রক্রিয়ার ফল বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। নতুন লটারির পর নির্বাচিতদের নাম ১৫ জুলাই ঘোষণা হতে পারে। শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপিতে বলা হয়, দৈবচয়ন প্রক্রিয়ায় কম্পিউটারজনিত ত্রুটির কারণে ডিভি ২০১২-এর ফল বাতিল করা হয়েছে। ডিভি ২০১২-এর পরবর্তী পর্বের জন্য যেসব আবেদনকারীকে নির্বাচিত হওয়ার খবর জানানো হয়েছিল তাদের আবেদনও প্রত্যাহার করা হয়েছে। তবে গত বছর ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সময়ে যারা ডিভির জন্য সঠিকভাবে আবেদন পাঠিয়েছিলেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। নতুন দৈবচয়ন প্রক্রিয়ায় সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রগুলো অন্তর্ভুক্ত করা হবে এবং এন্ট্রি স্ট্যাটাস চেক ওয়েব পেজ-এ আবেদনের অবস্থা জানার জন্য আবেদনকারীকে যে কনফারমেশন নম্বর দেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ ওয়েবসাইটটিতে – http://www.dvlottery.state.gov
No comments:
Post a Comment