নেটওয়্যার্রকিং এ ক্যারিয়ার করতে আগ্রহী, শুধু তাদের জন্য(সিসিএনএ)


সিসিএনএ পরীক্ষার তথ্য
পরীক্ষার সময় : ৯০ মিনিট
প্রশ্ন : ৫০-৫৩ টি
নাম্বার : ১০০০
পাশের জন্য লাগবে : ৮৫০
খরচ :৩০০$




পরীক্ষার জন্য যে বিষয়গুলোর উপর বেশি নজর দিতে হবে:
১) নেটওয়ার্ক পরিচিতি
নেটওয়ার্ক কি?

ü  নেটওয়ার্কের প্রকারভেদ
ü  টপোলজি
ü  ক্যাবল
ü  ওয়্যারলেস মিডিয়া
ü  রিপিটার
ü  ব্রিজ
ü  হাব
ü  সুইজ
ü  রাউটার
ü  গেটওয়ে
২) টিসিপি /আইপি পরিচিতি
ü  বেসিক ধারনা
ü  আইপি ক্লাস
ü  প্রাইভেট আইপি
ü  পাবলিক আইপি
৩) সাবনেটিং
4)  VLAN
৫) রাউটিং
ü  স্ট্যাটিক রাউটিং
ü  ডাইনামিক রাউটিং
ü  RIP
ü  IGRP
ü  EIGRP
ü  OSPF
৬) নেটওর্য়াক নিরাপত্তা
ü  ACL
ü  NAT
ü  SSL
ü  VPN
৭) ওয়্যারলেস



অফিসের সহকর্মী আপনার মনের মত না হলে কি করবেন???


কী করবেন

*এক জায়গায় যখন কাজ করতেই হবে তখন অকারণে পারস্পরিক সম্পর্ক নষ্ট করে কোনো সুবিধা হবে না। যখন জানেনই আপনার সহকর্মী আর দশজনের মতো নয়, সে ক্ষেত্রে যতটা সম্ভব মানিয়ে চলাই ভালো।

*একসঙ্গে কাজ করলে সব সহকর্মীর মধ্যেই একটা সখ্য গড়ে ওঠে। তবে আপনার সহকর্মী যদি কারও সঙ্গেই মিশতে না চান, তা হলে নিজে থেকে গিয়ে তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনই নেই। কাজের প্রয়োজনে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলুন।

*যদি মনে হয়, আপনি তার ঔদ্ধত্যের সঙ্গে কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না এবং সাধারণ অফিসিয়াল কথা বলতে গেলেও আপনাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তাহলে কিছুদিন অন্য কারও মাধ্যমে আপনার প্রয়োজনের কথা ওই সহকর্মীকে জানান। আরও একটি ভালো উপায় আছে। অফিসিয়াল ই-মেইলেরও সাহায্য নিতে পারেন এ বিষয়ে। এমনকি এসএমএস বা ফেসবুকে চ্যাটকরে জানাতে পারেন। এতে কাজও হবে আবার সহকর্মীর সঙ্গে সামনাসামনি ইন্টারঅ্যাক্টও করতে হবে না।

*আপনার সহকর্মী যদি পদমর্যাদা এবং বয়সে আপনার চেয়ে ছোট হন, তাহলে তাকে বোঝানোর চেষ্টা করুন, অফিসের সবার সঙ্গে এ রকম ব্যবহার করলে ক্ষতিটা আসলে তারই হবে। ধীরে ধীরে সবার কাছে সে অকারণে বিরক্তির পাত্র হয়ে উঠবে। তবে একটি কথা মাথায় রাখার চেষ্টা করবেন, এসব কথা কখনো কোনো তৃতীয় ব্যক্তির সামনে তাকে বলবেন না। এতে আপনার সহকর্মী অপমানবোধ করতে পারেন। বিশেষ করে অফিসের পিয়নের সামনে কখনো তার সঙ্গে রাগারাগি করবেন না। এতে ওর জেদ ও ঔদ্ধত্য আরও বেড়ে যেতে পারে এবং হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।

*কিন্তু আপনার সহকর্মী যদি পদমর্যাদা এবং বয়স দুটোতেই আপনার চেয়ে বড় হন, তাহলে তার সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। এতে কমপ্লিকেশন আরও বেড়ে যাবে। যদি তার উদ্ধত ব্যবহার একেবারেই সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তাহলে এ বিষয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুন। কিন্তু দৃষ্টি আকর্ষণের আগে অবশ্যই তাকে এ বিষয়ে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজনে তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন।

অনেক সময় কোনো কোনো মানুষ নানা কারণে নিজের অজান্তেই এমন উদ্ধত ব্যবহার করেন। তাই আগে জানার চেষ্টা করুন আপনার সহকর্মীর এমন কোনো সমস্যা আছে কি না। অনেক সময় পারিবারিক কারণেও তার মেজাজ খিটখিটে হতে পারে। প্রয়োজনে তার সুখ দুঃখ ভাগাভাগি করে নিন। যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে অকারণে তাকে উপেক্ষা না করে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন।

তথ্য সংগ্রহ: বাংলাদেশ প্রতিদিন।

ডিভি ২০১২ লটারীতে বিজয়ী না হলেও, এখনো ডিভি ২০১২ এর বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে.....


কম্পিউটার প্রোগ্রামিংয়ে ত্রুটির কারণে ১ থেকে ৬ মের মধ্যে বিশ্বব্যাপী প্রকাশিত ডিভি-২০১২ কর্মসূচির নির্বাচনী প্রক্রিয়ার ফল বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। নতুন লটারির পর নির্বাচিতদের নাম ১৫ জুলাই ঘোষণা হতে পারে। শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপিতে বলা হয়, দৈবচয়ন প্রক্রিয়ায় কম্পিউটারজনিত ত্রুটির কারণে ডিভি ২০১২-এর ফল বাতিল করা হয়েছে। ডিভি ২০১২-এর পরবর্তী পর্বের জন্য যেসব আবেদনকারীকে নির্বাচিত হওয়ার খবর জানানো হয়েছিল তাদের আবেদনও প্রত্যাহার করা হয়েছে। তবে গত বছর ৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সময়ে যারা ডিভির জন্য সঠিকভাবে আবেদন পাঠিয়েছিলেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। নতুন দৈবচয়ন প্রক্রিয়ায় সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রগুলো অন্তর্ভুক্ত করা হবে এবং এন্ট্রি স্ট্যাটাস চেক ওয়েব পেজ-এ আবেদনের অবস্থা জানার জন্য আবেদনকারীকে যে কনফারমেশন নম্বর দেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ ওয়েবসাইটটিতে – http://www.dvlottery.state.gov